১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইতালিতে নাগরিকত্ব পাওয়ার সময়সীমা কমিয়ে ১০ বছর থেকে ৫ বছরে আনার প্রস্তাব নিয়ে দেশজুড়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

নজরুল ইসলাম উজ্জ্বল (ইতালি )

আগামী জুন মাসের ২০২৫ সালে এ বিষয়ে গণভোট হওয়ার কথা রয়েছে। যেখানে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ইতিমধ্যে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা।যদি  “না” ভোটের বিপক্ষে ‘হ্যাঁ’ ভোট ১% বেশি পড়ে তাহলে আমাদের বিদেশীদের ইতালিয়ান পাসপোর্ট পেতে আর ১০ বছর অপেক্ষা করতে হবে না ৫ বছর টানা রেসিডেন্ট থাকে তাহলে ইতালিয়ান পাসপোর্টের জন‍্য আবেদন করা যাবে । বামপন্থি রাজনৈতিক দলগুলো এ প্রচারণায় নেতৃত্ব দিচ্ছে। এরি মধ্যে প্রবাসীদের অধিকারের পক্ষে সরবভাবে অবস্থান নিয়েছে মন্তেক্ষী ও মাজ্জিওরের নবনির্বাচিত পৌর কাউন্সিলর ( মো: ওলি মিয়া )।
প্রথমে দেশটির পার্লামেন্টে নাগরিকত্বের সময়সীমা হ্রাসের প্রস্তাব উত্থাপন করা হলেও, তা প্রত্যাখ্যাত হয়। এরপর স্বাক্ষর সংগ্রহের মাধ্যমে বিষয়টি গড়ায় আদালতে।পরে আদালত জানান, বিষয়টির নিষ্পত্তি হবে গণভোটের মাধ্যমে। এমন নির্দেশের পর জনগণের সম্মতি নিতে আগামী ০৭ ও  ০৮ জুন গণভোটের আয়োজন করেছে কট্টর “ ডানপন্থি জর্জিয়া মেলোনি সরকার ”
হ্যাঁ ভোটের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে রাজধানী রোম থেকে। এরইমধ্যে ইতালির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টিসহ বামপন্থি রাজনৈতিক দলগুলো প্রবাসীদের পক্ষ নিয়েছে।