২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রায়পুরে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার

N A B News desk

‎‎লক্ষ্মীপুরের রায়পুরে মাদক সেবনকারী ও মাদকব্যবসায় বাঁধা প্রদান করায় হজরত আলী দেওয়ান (৭৫) নামে এক বৃদ্ধা বাবাকে কুপিয়ে হত্যা করেছে তারই ছেলে। জানা যায় ‎‎ বুধবার (১১ জুন) রাতে রায়পুর উপজেলার ২নং চরবংশী ইউনিয়নের উত্তর চরবংশী গ্রামের দেওয়ান বাড়িতে এই মর্মান্তিকঘটনা ঘটেছে। হক্যার মতো ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে গেছে ছেলে ছেলে মামুন (৩০)।

এ বিষয়ে পুলিশ ও ‎স্থানীয়রা জানায়, নিহত আলী দেওয়ানের ছোট ছেলে মামুন দীর্ঘদিন থেকেই মাদকাসক্ত মাদকের সেবনের টাকা নিয়ে প্রায়ই তার বাবা-মায়ের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত থাকতো। একাধিক সুস্থ থেকে আরও জানা যায়  এবং সে মাদক ব্যবসায়ীর সাথেও জড়িত। 

স্থানীয় ও পারিবারিক সূত্র থেকে জানা যায় গত কয়েকদিন আগে মাদক মামলায় পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরন করে।  ঈদের আগে জামিনে মুক্তি পেয়ে  পুনরায় মাদক ব্যবসা শুরু করে। মাদক বিক্রি এবং মাদকের ব্যবসা এইসব নিয়ে বাবা ছেলের মধ্যই ভীষণ ঝগড়া হয়  হয়। এ সময় তার বাবা এশার নামাজের ওজু করার সময় টিউবওয়েলের কাছে গেলে পিছন থেকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনারস্থলেই তার মৃত্যু হয়।

হত্যার মুহূর্তে  ‎তার শোর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে মামুন রাতের অন্ধকারের এই সুযোগে পালিয়ে যায়।

এই মর্মান্তিক লোমহেশ্বক ঘটনার সম্পর্কে জানতে চাইলে  রায়পুর থানার ভারপ্রপ্ত কমর্কতা নিজান উদ্দিন বলেন, মামুন মাদক ব্যবসায়ী ও সেবন করতো বলে তার বাবা এই সব কাজে বাধা দিতেন। 

বাধা প্রদানে এ ব্যপারে কথাকাটির একপর্যায়ে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বাবাকে হত্যা করে মামুন। পুলিশ পাঠিয়ে লাশ উদ্বার করে সদর হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে। ঘাতক ছেলে পালাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।