
নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের রায়পুরে ৬নং কেরোয়া ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কেরোয়া জোড়পোল এলাকায় এক সভাকক্ষ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়ার উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কেরোয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও জামায়াতের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ ইউনুস।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার জামিলুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির সদস্য সচিব মো. আলমাস, ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ দেলোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মোল্লা , ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহসহ নানা সামাজিক অপরাধ দমনে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং পুলিশি সেবা দ্রুত ও সহজলভ্য করতে বিট পুলিশিং কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান
প্রকাশক: নূরুল আমিন ভূইয়া
nabnews24.com