২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রায়পুরে কিশোরীর ধর্ষণকারি জয় কুরি এখন শ্রীঘরে

নিউজ এশিয়া ব্রডকাস্ট রায়পুর লক্ষীপুর 

লক্ষ্মীপুরের রায়পুরে আলোচিত সেই ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আসামি জয় কুরিকে পুলিশ আটক করেছে। 

গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ঝুমুর মোড় এলাকা থেকে তাকে আটক করে রায়পুর থানার পুলিশ।

রায়পুর থানা সূত্র থেকে জানা যায় রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া এর নেতৃত্বে অভিযান চালিয়ে জয়কুরিকে আটক করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে অভিযুক্তের আটক এর খবর পেযে ভুক্তভোগী পরিবার স্বস্তি প্রকাশ করেছে। মিডিয়াকে ভুক্তভোগীর ফুফু বলেন, আমার মেয়ের জীবনে যে যে কঙ্ক নেমে এসেছে তা পূরন হবার নয়। আমরা তার উপযুক্ত বিচার চাই। আমরা চাই আদালতের মাধ্যমে দোষীর সর্বোচ্চ শাস্তি হোক।”

এদিকে এই ঘটনায় স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ ও আইন শৃঙ্কখলা বাহিনীকে ধন্যবাদ দিয়েছেন।। রায়পুরের সর্বস্তরের জনগন বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করায় ন্যায়বিচারের পথ সুগম হলো। তবে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে সমাজে এ ধরনের ঘটনা অহরহ ঘটতে থাকবে ।

এদিকে উক্ত ঘটনা সম্পর্কে জানতে চাইলে  সমাজকর্মী ও শিক্ষক প্রতিনিধি কামরুল নাহার বলেন, “এই ধরনের অপরাধীরা সমাজের জন্য একটা ভয়ংকর দিক। তাদের আইনের আওতায় এনে দ্রুততম সময়ে বিচার কার্যকর করতে হবে।