২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রায়পুরে ভয়াবহ আগুনে শিক্ষকের ঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লক্ষ টাকা

নিউজ এসিয়া ব্রটকাসটিং নিউজ ডেস্ক:–

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব চরবগা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বসতঘরটি স্থানীয় আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবুল খায়েরের। আগুনে ঘরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পাশের ঘরের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত ঘটে। এরপর বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ও ভয়াবহ আকার ধারণ করে।

দুর্ঘটনার সময় মাওলানা খায়ের বাড়িতে না থাকলেও তার বৃদ্ধা মা ঘরে অবস্থান করছিলেন। স্থানীয়দের চিৎকারে তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে আসায় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। এলাকাবাসী ও স্বজনরা তাদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন এবং স্থানীয় প্রশাসনের কাছেও জরুরি সহায়তা কামনা করেছেন।

ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন জামায়াত মনোনীত ৪নং সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম। তিনি তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।