
NAB News deask 24
অপহরণকারী কারাগারে
অপহরণকারী মো. শামীম ওসমান
লক্ষ্মীপুর জেলার রায়পুরে অপহরণের ১৮ দিন পর অপহৃত স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করেছে রায়পুর থানা পুলিশ। এ সময় সাঁড়াশি অভিযান চালিয়ে অপহরণকারী মো. শামীম ওসমান (২৮) কে গ্রেপ্তার করা হয়। তথ্য মতে জানা যায় বুধবার (১৬ এপ্রিল) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে অপহরণকারী শামীমকে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত শামীম রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের আবুল কালামের ছেলে।
রায়পুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় স্কুলের শিক্ষার্থী। গত ২৮ মে ওই ছাত্রছাত্রী স্কুলে যাওয়ার সময় অপহরণকারী শামীম সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। বিষয়টি ভুক্তভোগীর পরিবার না জানতে পেরে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করতে থাকে। এরপর গত ৩০ মে অপহরত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
এই ঘটনায় রায়পুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অপহরণকারীকে গ্রেফতার প্রসঙ্গে রায়পুর থানার (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মামলা দায়েরের পর বিভিন্ন গোয়েন্দা তথ্যের সহযোগিতায় অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেফতারকৃত অপহরণকারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তাহা তদন্ত করে দেখা হচ্ছে





